এবার চিটাগাং কিংসের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হয়েছিল আশার আলো ছড়িয়ে। কিন্তু সময়ের সাথে টুর্নামেন্টের সুনাম যেন হারিয়ে যাচ্ছে। মাঠের পারফরম্যান্স নিয়ে নানা গুঞ্জন, সন্দেহজনক আচরণ, আর এবার পারিশ্রমিক বকেয়ার মতো অভিযোগে জর্জরিত হচ্ছে বিপিএল।

সবশেষ বিতর্ক চট্টগ্রামের দল চিটাগাং কিংসকে ঘিরে। ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন দুই বিদেশি ক্রিকেটার—পাকিস্তানের খাজা নাফি ও আফগানিস্তানের জুবাইদ আকবরি। শুধু বকেয়া পারিশ্রমিক নয়, তাদের দেশে ফেরার জন্য বিমানের টিকিটও দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজি, এমনটাই জানিয়েছেন তারা।

চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী অভিযোগের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ‘তাদের পারিশ্রমিক শিগগিরই পরিশোধ করা হবে। আমরা আগেই বলেছিলাম, তারা যাওয়ার সময় অর্থ বুঝে পাবে।’

চট্টগ্রামের হয়ে চলমান আসরে একটি মাত্র ম্যাচ খেলা জুবাইদ আকবরি গণমাধ্যমকে জানান, ‘আজ দেবো, কাল দেবো বলে ঘোরাচ্ছে। এমনকি দেশে ফেরার টিকিটও দিচ্ছে না। এটা খুবই হতাশাজনক।’

পাকিস্তানের তরুণ ক্রিকেটার খাজা নাফি এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তিনি বলেন, ‘বাংলাদেশের সম্মানের কথা ভেবে এতদিন চুপ ছিলাম। কিন্তু যদি পারিশ্রমিক না পাই, দেশে ফেরার আগে সব প্রকাশ করব।’

এদিকে, চিটাগাং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদির হঠাৎ দেশে ফিরে যাওয়ার ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তবে মালিক সামির কাদের চৌধুরী এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, আফ্রিদি শিগগিরই বাংলাদেশে ফিরবেন।

বিপিএলের মতো বড় মাপের একটি টুর্নামেন্টে এমন বিতর্ক প্রশ্ন তুলেছে টুর্নামেন্টের পেশাদারিত্ব ও ব্যবস্থাপনার ওপর। বিদেশি খেলোয়াড়দের সাথে এ ধরনের আচরণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।
আয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top