স্বামীর একাধিক বিয়ে নিয়ে মাথাব্যথা নেই ফারাহ ইকরারের

যেসব পুরুষের একজন স্ত্রী থাকেন, সাধারণত তারা অন্য কারও সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জনপ্রিয় সংবাদ উপস্থাপক ফারাহ ইকরার। এ ক্ষেত্রে ওই পুরুষদের স্ত্রীরাও অনুমতি দেন বলে দাবি করেন তিনি।

সম্প্রতি রাবি পীরজাদার ‘এক নয়া জাবিয়া’ পডকাস্টে অংশ নিয়ে ফারাহ ইকরার তার স্বামী ও পুরুষের একাধিক বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন।

স্বামীর আরও দুটি বিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে বলে মনে করেন না তিনি। এমন ধারণাকে ভুল ও নেতিবাচক চিন্তা বলে মনে করেন এই সংবাদ উপস্থাপক।

ফারাহ ইকরার জানান, তার স্বামী বর্তমানে দুই স্ত্রী ও ছেলে নিয়ে বিদেশে ভ্রমণ করছেন, এতে তার কোনো আপত্তি বা সমস্যা নেই। তিনি বলেন, টিভি উপস্থাপক ইকরার-উল-হাসানকে যখন তিনি দ্বিতীয়বার বিয়ে করেন, তখন তার স্বামীর প্রথম স্ত্রীর হয়তো খারাপ লেগেছিল। তবে স্বামীর তৃতীয় বিয়ে নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।

তিনি জানান, এর আগেও তিনি বলেছিলেন, স্বামীর একাধিক বিয়েতে তার কোনো সমস্যা নেই। আল্লাহ যখন একজন মানুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন, তখন কে এটিকে বাধা দিতে পারে?

ফারাহ ইকরার স্বামীর অন্য দুই স্ত্রীও তার বিরুদ্ধে, এমন ধারণা প্রত্যাখ্যান করে জানান যে তার স্বামী যদি চতুর্থ বিয়েও করতে চান, তাহলে তার কোনো সমস্যা হবে না।

একাধিক বিয়ের সঙ্গে অর্থের সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, এমন ধারণা ভুল যে যার টাকা আছে, সে পুরুষই একাধিক বিয়ে করে। একাধিক বিয়ের সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই।


এই উপস্থাপকের মতে, একজন পুরুষ একাধিক বিয়ে করতে চান এবং তিনি চান নারীরা তার আশপাশে থাকুক। তিনি বলেন, যেসব পুরুষের কেবল একজন স্ত্রী থাকে, তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক থাকে এবং তাদের স্ত্রীরাই এ সম্পর্ক রাখার অনুমতি দেন।

তিনি বলেন, এটা বাস্তব যে অনেকের কাছেই তার এসব কথা খারাপ লাগতে পারে, কিন্তু সত্য হলো যাদের এক স্ত্রী রয়েছে, তাদের অধিকাংশই সম্পর্কে জড়িয়ে যায়।

ফারাহ ইকরারের মতে, স্ত্রীরা তাদের স্বামীকে বলে গার্লফ্রেন্ড রাখতে, পরকীয়া করতে কিন্তু ঘরে অন্য স্ত্রী আনতে নিষেধ করে।

উল্লেখ্য, ফারাহ ইকরারের স্বামী, টিভি উপস্থাপক ইকরার-উল-হাসান তিনটি বিয়ে করেছেন। তার এসব বিয়ে প্রায়ই খবরের শিরোনাম হয়।

সূত্র : ডন উর্দু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top