আল হিলাল থেকে নেইমারের আবেগঘন বিদায়বার্তা

নেইমার আল-হিলাল থেকে বিদায় নিচ্ছেন। সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর সান্তোসে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের এই সুপারস্টার। ইনজুরিতে জর্জরিত সময় কাটালেও ক্লাব ও সমর্থকদের জন্য গভীর কৃতজ্ঞতার বার্তা দিয়েছেন তিনি।

৩২ বছর বয়সী নেইমার সাম্প্রতিক সময়ে সান্তোসে প্রত্যাবর্তনের গুঞ্জনে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত সপ্তাহে আল-হিলালের সৌদি প্রো লিগ স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়। এরপরই ক্লাবটি নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয়। বিদায়ের পর ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় নেইমার লিখেছেন,

‘আল-হিলাল এবং তাদের সমর্থকদের উদ্দেশ্যে: ধন্যবাদ! আমি সবকিছু দিয়ে খেলেছি এবং আমাদের সময় আরও ভালো হতে পারত। সৌদির মানুষের ভালোবাসা ও ফুটবলের প্রতি তাদের আবেগ আমি অনুভব করেছি। এই দেশ আমাকে এবং আমার পরিবারকে নতুন অভিজ্ঞতা দিয়েছে। সান্তোসে ফিরে যাওয়ার সময় হলেও, আমি সবসময় তোমাদের সমর্থন করব।’

২০২৩ সালে পিএসজি থেকে আল-হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। ট্রান্সফার ফি ছিল প্রায় ৯০ মিলিয়ন (বাংলাদেশি টাকায় প্রায় ১,০৯৫ কোটি টাকা)। তবে ক্লাবে কাটানো সময় মোটেও সুখকর ছিল না। মাত্র সাতটি ম্যাচ খেলেই ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান তিনি। তার এই অধ্যায়টি ফুটবল ইতিহাসের অন্যতম ব্যর্থ চুক্তি হিসেবে গণ্য হতে পারে।

ব্রাজিলের ক্লাব সান্তোসেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার। এবার সেই ক্লাবে ফেরার জন্য প্রস্তুত তিনি। খুব শিগগিরই সান্তোসের জার্সিতে মাঠে দেখা যাবে এই ব্রাজিলিয়ান তারকাকে।

আর ফুটবলপ্রেমীরাও অপেক্ষায় তার পুরনো মাটিতে নতুন জাদু দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top