রোজার সম্ভাব্য সময় জানাল আরব আমিরাত

রোজার সম্ভাব্য সময় জানিয়েছে আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, জোতির্বিদ্যার হিসাব অনুসারে আগামী ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হবে। আর শাবানের ২৯তম দিনের রমজানের চাঁদের খোঁজ করতে বলা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদ দেখা যেতে পারে। এতে করে ১ মার্চ থেকে এ অঞ্চলে রমজানের শুরু হতে পারে।

জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ জানুয়ারি (বুধবার) হিজরি রজব মাসের ২৯তম দিন হবে। এদিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ইসলামিক বিশ্বে এ দিন শাবানের চাঁদ দেখা যাবে না। এতে করে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আর ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হবে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি দক্ষিণ ইউরোপ, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বে খালি চোখে চাঁদ দেখা যাবে। ফলে যেসব দেশে বৃহস্পতিবার ২৯ রজব হবে সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। এসব দেশের অন্যতম হলো- আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ ও মরক্কো।

জ্যোতির্বিদরা জানান, এ বছর ফেব্রুয়ারিতে রমজান শুরু সম্ভাবনা ছিল। তবে সবশেষ তথ্য বলছে, ফেব্রুয়ারিতে রমজানের চাঁদ দেখার জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top