ভারতে লাড্ডু খেতে গিয়ে নিহত ৫, আহত অর্ধশতাধিক

ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের বাগপতে একটি ধর্মীয় অনুষ্ঠানের বাঁশের তৈরি মঞ্চ ভেঙে পড়েছে। অতিরিক্ত মানুষের চাপে মঞ্চটি ভেঙে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। মঞ্চ মানুষের চাপে ভেঙে পড়ার ঘটনায় ছয়জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বারাউতের জৈন সম্প্রদায় আজ ‘লাড্ডু মহোৎসব’ আয়োজন করেছিল। অনুষ্ঠানে শত শত মানুষ লাড্ডুর জন্য মন্দিরে ভিড় করে। এ সেখানে ভক্তদের জন্য একটি বাঁশের মঞ্চ তৈরি করা হয়েছিল। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বাগপত পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গীয় জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে। অল্প আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এ ছাড়া গুরুতর আহতদের চিকিৎসা চলছে।

জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল বলেন, স্থানীয় জৈন সম্প্রদায় ৩০ বছর ধরে প্রতি বছর ‘লাড্ডু মহোৎসব’ পালন করে আসছে। এ উৎসব চলাকালে একটি কাঠের কাঠামো ধসে পড়ে প্রায় ৪০ জন আহত হয়েছে। ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে, বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

রাকেশ জৈন নামের এক ভক্ত জানান, জৈন দেবতা আদিনাথের নির্বাণ উপলক্ষে প্রতি বছর উৎসবের সময় এই মঞ্চটি তৈরি করা হয়। উৎসবে পুরোহিতরা লাড্ডু বিতরণের সময় মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় সেখানে শত শত ভক্তও ছিলেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top