আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহস্যজনক একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ পোস্ট দেন।
পোস্টে হাসনাত লিখেছেন, ‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোউজ’।
ফেইসবুকের পোস্টের মাধ্যমে কীসের ইঙ্গিত করলেন তা এখনো স্পষ্ট নয়।
হাসনাত আব্দুল্লাহসহ তরুণ নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে আসছে ৫ আগস্টের পর থেকে।