ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীত ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। বুধবার (২৮ জানুয়ারি) ভোর থেকে রাজশাহী স্টেশন ছাড়েনি কোনো ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহসব ধরনের ট্রেন বন্ধ।

ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী। তারা ভোর থেকেই রাজশাহী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তবে ট্রেন না পেয়ে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়লো কেন? ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্বনির্দেশনা না দেয়াই ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি আদায়ের যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক- এমন প্রশ্নও করেন যাত্রীরা।

এদিকে, সকাল থেকেই রাজশাহী রেলস্টেশনে যাত্রী নিরাপত্তাসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে। রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোনো প্রকার টাকা কাটা হবে না বলেও জানান রেল কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top