এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, শুধু আছিয়া নয় সমাজে এই ধরনের যত ভয়ংকর অপরাধ সংঘটিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসেবে তুলে ধরবেন। বিচারের সময় সীমা ৯০ দিন যেন ৯১ দিন না হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজে কালো মানুষদের মুখোস উন্মোচন করুন। যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়। সবাই তাদের ঘৃণা করে। সমাজ যাতে তাদের বয়কট করে। এই মেয়ের হত্যাকারিদের বিচার আমরা দ্রুত দেখতে চাই। বিচার কার্যকর হয়েছে এটাও দেখতে চাই। তাহলে হয়তো এই পরিরবারটি মানসিক সান্তনা পাবে। দেশবাসী সান্তনা পাবে। তাহলে লম্পটদের শিক্ষা হবে।
শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দলপুর ইউনিয়নের জারিয়ায় আছিয়ার গ্রামে এসে এসব কথা বলেন।
শফিকুর রহমান সকাল সাড়ে ৯ টায় সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার যোগে নামেন। পরে সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় জেলা জামায়াতের আমির এম বি বাকেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ড. মোহাম্মদ সৈয়দ আব্দুল্লাহ তাহের, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য খুলনার অঞ্চলের দায়িত্বে থাকা মোবারক হোসেনসহ অন্যরা।
পরে তিনি আছিয়ার কবর জিয়াতর করে সেখানে দোয়া করেন। এরপর আছিয়ার বাড়িতে যান কিন্তু সেখানে আছিয়ার মা কিংবা পরিবারের কেউ ছিলেন না। যে কারণে তাদের সাথে তিনি দেখা করতে পারেননি। তবে সেখানে উপস্থিত আছিয়ার ফুপু ধলাই বেগমেরসহ অপর কয়েকজনের সাথে কথা বলে সমবেদনা জানান ড. শফিকুর রহমান । পাশপাশি তার মোবাইল নম্বর দিয়ে পরিবারকে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।