কঠিন সময়ে বাংলাদেশে থাকতে পেরে উজ্জীবিত জাতিসংঘ মহাসচিব

গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে যে সংস্কার চলছে তা সবক্ষেত্রে দেখার প্রত্যাশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই কঠিন সময়ে তিনি বাংলাদেশের পাশে থাকতে পেরে উজ্জ্বীবিত বলেও জানান।

শনিবার (১৫ মার্চ) সকালে ঢাকায় নতুন জাতিসংঘ ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন গুতেরেস। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করতে সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, সেই উদার উদ্যোগকে সম্পূর্ণভাবে সমর্থন করা উচিত বিশ্ব সম্প্রদায়ের। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলেও জানান গুতেরেস।

এ সময় তিনি বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। পাশাপাশি সেখানে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top