এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, গণঅভ্যুত্থানের চেতনা ধারণা করে না, সেসব উগ্রবাদীদের রোষানলে পড়েছে সিপিবি।
হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচারের দাবিতে আজ শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে কালো পতাকা উত্তোলন করেছে দলটি। সেখানে এ মন্তব্য করেন প্রিন্স।
এ সময় বিকাল চারটায় শোক মিছিলের ঘোষণা দেন তারা।
অন্যদিকে, সকাল থেকে সিপিবি’র কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। সিপিবির কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তি ভবনের’ সামনে গিয়ে অতিরিক্ত পুলিশ সদস্য দেখা যায়। সকাল ১০টা ১০ মিনিটের দিকে কার্যালয়টির সামনে আসেন পুলিশ সদস্যরা। এছাড়া সেনাবাহিনীর কিছু সদস্যও আছেন। কার্যালয়ের সামনের রাস্তায় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে দলটির শতাধিক নেতাকর্মীকে দেখা গেছে।