নেইমারের ব্রাজিল দলে ফেরার স্বপ্নভঙ্গ!

নেইমারের ব্রাজিল দলে প্রত্যাবর্তনের স্বপ্ন আবারও ভেস্তে গেল! বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল, তবে উরুর চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন সান্তোস তারকা।

এই মাসের শুরুতে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দলে নেইমারের অন্তর্ভুক্তি সবাইকে চমকে দিয়েছিল। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর ছন্দে ফিরতে শুরু করেছিলেন। কিন্তু ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর রিপোর্ট বলছে, তিনি এখনও ‘শারীরিকভাবে ফিট নন’ এবং তার উরুর চোট পুরোপুরি না সারায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য তাকে বিবেচনা করেও বাদ দিতে হচ্ছে।

সান্তোসে ফেরার পর নেইমার বেশ উজ্জ্বল ছিলেন। মাত্র ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করে তিনি আবারও ইউরোপিয়ান ক্লাবগুলোর নজরে আসেন। এমনকি তার বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ব্রাজিল দলে ফেরার জন্য তাকে আরও অপেক্ষা করতে হবে।

শুধু নেইমার একা নন তার সঙ্গে আরও দুই খেলোয়াড় চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন—ফ্লামেঙ্গোর ডান-ব্যাক দানিলো আর ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন। তাদের পরিবর্তে ব্রাজিল দলে ডাক পেয়েছেন—রিয়াল মাদ্রিদের ১৭ বছর বয়সী স্ট্রাইকার এন্দ্রিক, ফ্লামেঙ্গোর ফুলব্যাক অ্যালেক্স সান্দ্রো ও লিওঁর গোলরক্ষক লুকাস পেরি।

নেইমার আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা, তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলে বিশেষ ভূমিকা রাখে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চোট তাকে অনেকবার ভুগিয়েছে। ব্রাজিলের সামনে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াই, যেখানে নেইমারের অভাব টের পেতে পারে সেলেসাওরা।

নেইমারের ভক্তদের জন্য হতাশার খবর হলেও, সান্তোসে তার সাম্প্রতিক পারফরম্যান্স বলছে—তিনি হয়তো খুব শিগগিরই আবার জাতীয় দলের জার্সিতে ফিরবেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top