বিপিএলের পুরো পাওনা পাওয়ার অপেক্ষায় শরীফুল-ইমন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শেষ হয়েছে মাসখানেক আগে, তবে এখনো পুরো পারিশ্রমিক পাননি অনেক ক্রিকেটার। বিশেষ করে রানারআপ চিটাগাং কিংসের বেশ কয়েকজন খেলোয়াড় তাদের চুক্তির অর্থের পূর্ণ পরিশোধ পাননি বলে জানা গেছে।

শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনসহ বেশ কয়েকজন ক্রিকেটার এখনো তাদের পাওনার ৫০ শতাংশও বুঝে পাননি। এ নিয়ে ইমন মিরপুরে গণমাধ্যমকে জানান, ‘আমরা বিপিএল চলাকালীন যে অর্থ পেয়েছি, সেটাই এখন পর্যন্ত পেয়েছি। বাকি টাকার জন্য শুধু আশ্বাসই মিলছে, কিন্তু এখনো হাতে পাইনি।’

ক্রিকেটারদের পাওনা পরিশোধে দীর্ঘসূত্রিতা তাদের পারফরম্যান্সেও প্রভাব ফেলে বলে মনে করেন ইমন। তিনি বলেন, ‘আমরা সবসময় মাঠে সেরা পারফরম্যান্স দেওয়ার চিন্তায় থাকি। তবে পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে সেটা মনোযোগ নষ্ট করে।’

চিটাগং কিংসের পক্ষ থেকে আগেও পারিশ্রমিক ইস্যুতে কিছু বিতর্কিত মন্তব্য শোনা গেছে। দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী একবার বলেছিলেন, ‘তিনি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবে!’ শুধু ক্রিকেটাররাই নন, চিটাগাং কিংসের বিদেশি হোস্ট ইয়াশা সাগর ও শুভেচ্ছাদূত শহীদ আফ্রিদিও এখনো পুরো পারিশ্রমিক পাননি বলে অভিযোগ উঠেছে।

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দায়বদ্ধতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবারও একই সমস্যা সামনে এলো, যা ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। এখন দেখার বিষয়, ফ্র্যাঞ্চাইজিগুলো কবে নাগাদ তাদের চুক্তির সব অর্থ পরিশোধ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top