আইপিএল শুরুর আগে নতুন অধিনায়ক পেল দিল্লি

আইপিএলের ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস নতুন আসরের জন্য তাদের দলের নতুন অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করেছে। বাঁহাতি এই অলরাউন্ডার ২০১৯ সাল থেকে দলের হয়ে খেলছেন এবং এবার তিনি ঋষাভ পান্তের স্থলাভিষিক্ত হলেন, যিনি মেগা নিলামে লখনৌ সুপার জায়ান্টসে (এলএসজি) যোগ দিয়েছেন।

দিল্লির হয়ে ৮২টি ম্যাচ খেলা অক্ষর গত মৌসুমে এক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার তাকে দলের পূর্ণকালীন অধিনায়ক করা হলো। আইপিএলে তিনি ২৩৯টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩০৮৮ রান করেছেন, যেখানে রয়েছে ৮টি অর্ধশতক ও একটি হ্যাটট্রিক।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অক্ষর বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়া আমার জন্য বড় সম্মানের বিষয়। দলকে সঠিকভাবে পরিচালনা করতে আমি আত্মবিশ্বাসী।’

ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দালও অক্ষরের নেতৃত্ব নিয়ে আশাবাদী, বিশেষ করে দলের সিনিয়র খেলোয়াড়দের সমর্থন নিয়ে। তিনি বলেন, ‘ফাফ ডু প্লেসিস, কেএল রাহুল ও মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা নেতৃত্বে থাকায় এটি আমাদের জন্য দারুণ সুযোগ।’

দিল্লি ক্যাপিটালস তাদের আইপিএল ২০২৫ অভিযান শুরু করবে ২৪ মার্চ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। বিশেষ আকর্ষণ – দিল্লির প্রাক্তন অধিনায়ক ঋষাভ পান্তই এবার প্রতিপক্ষ দলে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top