ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেল ভবনে জরুরি সভা 

ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রেল ভবনে জরুরি সভায় করেছে রেল মন্ত্রণালয়। রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘আলোচনা চলছে। আমরা তাদের দাবির বেশির ভাগই এরই মধ্যে মেনে নিয়েছি। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ দাবিগুলো আদায় করা হয়েছে। আমরা এখনকার দাবিগুলো নিয়েও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করব।’

রেল ধর্মঘট থাকছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি জানি না। ওরা আমাদের জানাবে। আমরা এখনও আলোচনা করছি।’

এর আগে বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন রেলওয়ের রানিং স্টাফরা।

সোমবার (২৭ জানুয়ারি) রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top