আইনশৃঙ্খলা বাহিনীর ধীরগতির কারণে দুষ্কৃতকারীরা উস্কানি পাচ্ছে: রিজভী

আইনশৃঙ্খলা বাহিনীর ধীরগতি ও ঢিলেঢালা আচরণের কারণে দুষ্কৃতকারীরা উস্কানি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ ১৪ মার্চ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কমতে থাকবে।

রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের বিচারহীনতার সংস্কৃতির রেশ এখনও চলছে। ফ্যাসিবাদী সরকারের ধারাবাহিকতায় এখনো খুন, ধর্ষণের ঘটনা ঘটছে।

তিনি জানান, সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও নিপীড়িতদের আইনি ও স্বাস্থ্য সুরক্ষা দিতে দুটি সহায়তা সেল গঠন করেছে বিএনপি।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সেল দুটির তত্ত্বাবধান করবেন বলেও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top