দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ নেতাদের’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে ‘জামায়াত টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করছে’ মর্মে যে বক্তব্য ছাপা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃতি তিনি এই নিন্দা জানান।
তিনি বলেন, আমার দেশ পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ নেতাদের’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে ‘জামায়াত টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করছে’ মর্মে যে বক্তব্য ছাপা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বক্তব্যে আমরা বিস্মিত ও হতবাক। তিনি এমন নির্জলা মিথ্যাচার কীভাবে করতে পারলেন?
তিনি আরও বলেন, তার এ বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যেই তিনি এ মিথ্যা বক্তব্য দিয়েছেন। জামায়াতের বিরুদ্ধে এভাবে মিথ্যা বক্তব্য দিয়ে তিনি দেশের জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। বরং তার এ মিথ্যা বক্তব্যের দ্বারা তার নিজের ভাবমর্যাদাই মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
বিবৃতিতে নিজের মান-মর্যাদার কথা চিন্তা করেই জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি রুহুল কবির রিজভীর প্রতি আহ্বান জানান রফিকুল ইসলাম খান।