স্বামীর অবসরে আবেগঘন বার্তা দিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

বাংলাদেশ ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদ এক যুগের বেশি সময় ধরে ছিলেন নির্ভরতার প্রতীক। তবে ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানার পর স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। তবে মাহমুদউল্লাহকে আর লাল-সবুজের জার্সিতে দেখতে না পাওয়ার বাস্তবতা যেন মেনে নিতে পারছেন না তিনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মিষ্টি লিখেছেন, ‘সবকিছুরই শেষ হয়। কিন্তু তোমাকে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে আর দেখতে না পাওয়ার বাস্তবতাটা মেনে নেওয়া সত্যিই কঠিন। ২০০৭ থেকে ২০২৫—কত স্মৃতি! বিশ্বকাপে সেঞ্চুরির পর তোমার উদযাপন আমার জীবনের অন্যতম বিস্ময়কর উপহার। তুমি আমার নায়ক, আজীবন তাই থাকবে।”

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে মাহমুদউল্লাহ হয়ে উঠেছিলেন বাংলাদেশ দলের অন্যতম ভরসা। ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ১১,০৪৭ রান। ২০১৫ বিশ্বকাপে দেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েছিলেন তিনি।

মাঠের লড়াই থেকে বিদায় নিলেও, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একজন নির্ভরযোগ্য সৈনিক হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top