রুপা-শাকিলের পক্ষে জাতিসংঘে অভিযোগ |

সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদের পক্ষে জাতিসংঘে অভিযোগ দিয়েছেন আইনজীবীরা। তাদের আটককে ‘স্বেচ্ছাচারী’ অভিহিত করে আইনজীবীরা এ অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মানবাধিকার আইনজীবী কাওয়েলফিওন গ্যালাঘার জানান, আইনের ব্যবহার করে সমালোচকদের দমন হাস্যকর উদাহরণ। দুঃখজনকভাবে এর ফলে তারা এখনো কারাগারে রয়েছেন। এ দম্পতির আন্তর্জাতিক আইনি দলে নেতৃত্ব দিচ্ছেন গ্যালাঘার।

তিনি বলেন, সরকারের প্রতিশোধমূলক আইনের এটি একটি উদাহরণ। এ আইনকে সমালোচকদের দমন করতে অপব্যবহার করা হচ্ছে। সাংবাদিকতার ফলে আক্রমণ ও খুনের মানসিকতার জন্ম হতে পারে এমন দাবি আইনের দৃষ্টিতে অর্থহীন।

আইনজীবীর আশা, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আর্বিট্রারি ডিটেনশন তাদের কারাবাসকে ‘স্বেচ্ছাচারী’ হিসেবে চিহ্নিত করবে। কোনো যথাযথ আইন প্রক্রিয়া ছাড়াই তাদের পুরোপুরি অন্যায্যভাবে কারাগারে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে উত্তরা পূর্ব থানার (মামলা নং: ০৪, ধারা : ৩০২/১১৪/১০৯) পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। এর আগে তারা দুজন বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top