আরও তিন ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত

দেশের আরও তিন বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান কে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংক খাতে বিতর্কিত ও লুটেরা মুক্ত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ব্যাংকগুলো হলো- মেঘনা, এনআরবি ও এনআরবি কর্মাশিয়াল ব্যাংক।

আরিফ হোসেন খান বলেন, এসব ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের অনেকেই পলাতক। সরকার পতনের পর থেকে এ নিয়ে ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল কেন্দ্রীয় ব্যাংক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *