দুদকের মিথ্যা মামলায় মিয়া নূর উদ্দিন অপু বেকসুর খালাস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মিথ্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব, সাবেক ছাত্রদল নেতা ও শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন আহমেদ অপু।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার বিশেষ আদালতের বিচারক রেজাউল হকের আদালত এই রায় দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ২৮ জানুয়ারি দুদক বাদী হয়ে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। তবে দুদক ২৬ (১) ধারায় আসামি মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর প্রতি নোটিশ জারি না করেই মামলা দায়ের করে। মূলত আসামিকে তার সম্পদের বিবরণী দুদকে দাখিল করতে বলা হয়। পরবর্তীতে মামলাটি ঢাকার বিশেষ আদালত-১০ এ স্থানান্তরিত হয়।

একপর্যায়ে মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আসামি মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে বৃহস্পতিবার বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতে মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন। তিনি জানান, সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রতারণামূলক নোটিশ জারি দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে।

তিনি বলেন, মামলার আগে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নোটিশ জারি করতে হয়। কিন্তু দুদক সেটি না করেই সরাসরি আইনের লঙ্ঘন ঘটিয়ে মামলা দায়ের করেছে। একে তো মামলাটি মিথ্যা এবং হয়রানিমূলক তার ওপরে আইনের লঙ্ঘন। ফলে সার্বিক বিবেচনায় ঢাকার বিশেষ আদালত-১০ এর বিচারক রেজাউল হক আজ মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে এই মিথ্যা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে দ্রুত বিচার আইনে গুলশান থানায় ২০০৭ সালের ৮ মার্চ দায়েরকৃত মিথ্যা মামলায় গত ৪ মার্চ আদালত মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে বেকসুর খালাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top