গুতেরেসকে বাংলাদেশে স্বাগত জানিয়ে যা লিখলেন জাতিসংঘের সাবেক স্থায়ী সংবাদদাতা রাষ্ট্রদূত মুশফিক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের সাবেক স্থায়ী সংবাদদাতা ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তিনি জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানান।

পোস্টে তিনি লেখেন, প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে স্বাগতম জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোহিঙ্গাদের দুর্দশা লাঘবসহ বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা এখনো মর্যাদা, ন্যায়বিচার এবং নিরাপদে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে ।

তিনি আরও লেখেন, বাংলাদেশে গণতন্ত্র ও মৌলিক অধিকারের প্রতি আপনার দৃঢ় অবস্থান প্রশংসনীয়। বাংলাদেশের মানুষের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চায়। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য যারা দায়ী, বিশেষ করে স্বৈরশাসক শেখ হাসিনাকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top