বার্সার ৭-১ গোলের জয়ে না খেলেও আলোচনায় গাভি!

বার্সেলোনা রোববার (২৬ জানুয়ারি) লা লিগায় দুর্দান্ত ফর্ম দেখিয়ে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে। এই জয়ের মাধ্যমে চলতি মৌসুমে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করেন ফেরমিন লোপেজ, পাশাপাশি ফ্রেংকি ডি ইয়ং, রাফিনিয়া, ফেরান তোরেস এবং রবার্ট লেভানডভস্কি স্কোরশিটে নাম লেখান। এই জয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র ৩-এ নামিয়ে এনেছে বার্সা।

তবে ম্যাচের শেষ মুহূর্তে সবচেয়ে আলোচ্য ঘটনা ছিল গাভির অনন্য সিদ্ধান্ত। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরার পর এখনো নিয়মিত একাদশে জায়গা নিশ্চিত করতে পারেননি স্প্যানিশ মিডফিল্ডার। হান্সি ফ্লিক যখন ম্যাচের শেষ ১৫ মিনিটে তাকে মাঠে নামাতে চেয়েছিলেন, তখন গাভি নিজেই তা প্রত্যাখ্যান করেন! পরিবর্তে তিনি কোচকে পরামর্শ দেন, কম খেলার সুযোগ পাওয়া পাবলো তোরেকে নামানোর জন্য, যিনি পুরো মৌসুমে মাত্র ৩৭৩ মিনিট খেলেছেন।

ম্যাচ শেষে গাভির এই চমৎকার কাণ্ডে মুগ্ধ হয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘গাভির সিদ্ধান্ত দেখে আমি সত্যিই অভিভূত। আমি যখন তাকে বললাম নেমে পড়ো, সে বলল—না, বরং পাবলো তোরেকে সুযোগ দিন। এটা দেখেই বোঝা যায়, দলে কতটা দারুণ সংযোগ রয়েছে। একজন কোচ হিসেবে এটি সত্যিই দারুণ অনুভূতি। আমি গাভিকে ভালোবাসি, কারণ সে সব ম্যাচ খেলতে চায়। তবে এই পরিস্থিতিতে তার এমন ভাবনা—এটা একেবারেই শীর্ষ মানের!’

বার্সেলোনা আবার মাঠে নামবে বুধবার, তাদের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ ম্যাচে আটলান্টার বিপক্ষে। এই ম্যাচে জয় নিশ্চিত করতে মরিয়া কাতালানরা, বিশেষ করে এমন দারুণ ফর্মের পর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top