পঞ্চগড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, প্রতিবেশী গ্রেফতার

পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) রাতে পরীক্ষা-নিরীক্ষা জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে সৌরভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

অভিযুক্ত সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকা বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে মেয়েকে দেখতে পান।

পরে ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত সৌরভ শিশুটির বাবাকে মারধরও করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, অভিযুক্ত রিকশাচালক সৌরভ একজন মাদকাসক্ত। ৫ বছর আগে তার বিবাহ বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এরপর নিজ বাড়িতে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশীরা সালিশ বৈঠক করছেন বলেও জানা গেছে।

শিশুটির প্রতিবেশী মাহমুদ হাসান নিশাদ বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। সৌরভ শিশুটির নিকটতম প্রতিবেশী। আমরা তার বাবা মা বা অন্যদের সঙ্গে কথা বলে জানতে পারি সৌরভ শিশুটিকে যৌন নির্যাতন করেছেন এবং খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। আমরা এর উপযুক্ত বিচার চাই যাতে সমাজে এমন কেউ কিছু করার সাহস না পান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল কাদির গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা পর সঠিকভাবে বলা যাবে।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেফতার করেছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top