মাদ্রিদ ডার্বিতে নাটকীয় টাইব্রেকার শেষে রিয়ালের জয়

ফুটবলে রিয়াল মাদ্রিদ মানেই যে কেন রোমাঞ্চ বলা হয় তা ফুটবল বিশ্ব আরেকবার দেখল। সেইসাথে এবারও ইউরোপের মঞ্চে তাদের গল্পটা চলল একই ছন্দে—অবিশ্বাস্যভাবে, কিন্তু যেন এক অদৃশ্য নিয়তির বিধানে। চ্যাম্পিয়ন্স লিগ মানেই যে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ অ্যাগ্রিগেট স্কোরে ম্যাচ শেষ হলেও, শেষ হাসিটা হাসল লস ব্ল্যাঙ্কোস-ই, এক বিতর্কিত টাইব্রেকারে।

বুধবার (১২ মার্চ) অ্যান্টোনিও রুডিগারের শীতল স্নায়ুর পেনাল্টিতেই নিশ্চিত হলো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের টিকিট। অথচ এই ম্যাচটা হতে পারত ভিনিসিয়ুস জুনিয়রের দুঃস্বপ্নের রাত! ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পেনাল্টি মিসটা হতে পারত মাদ্রিদের সর্বনাশের কারণ। তবে রিয়াল মাদ্রিদ কি কখনও এমন হেরে যেতে পারে? না, ভাগ্য বরাবরই তাদের সহায়, আর সেখানেই লেখা হলো নতুন এক মহাকাব্যের অধ্যায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে নিশ্চিত হল রিয়ালের কোয়ার্টার ফাইনালের টিকিট।

বিস্তারিত আসছে….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top