ধেয়ে আসছে সাইক্লোন, ভারতের ১৮ রাজ্যে সতর্কতা

ভারতের দিকে ধেয়ে আসছে দুটি সাইক্লোন। ফলে দেশটির অন্তত ১৮ রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

বুধবার (১২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএমডি জানিয়েছে, বাংলাদেশ ও ইরাক থেকে ভারতের দিকে দুটি সাইক্লোন এগিয়ে আসছে। এ দুটি সাইক্লোনের প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি জানিয়েছে, প্রথমটি উত্তর ভারতের দিকে আসছে। এর প্রভাবে দিল্লি ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা কমতে পারে। আর দ্বিতীয়টি বাংলাদেশের দিক থেকে আসছে। এর প্রভাবে ভারতের পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। দুই সাইক্লোনের প্রভাবে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় আবহাওয়ার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে পারে।

এছাড়া জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় ব্যাপক তুষারপাত, বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে পারে। আগামী ১৫ মার্চের মধ্যে এমন আবহাওয়া দেখা দিতে পারে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে।

অন্যদিকে বিহার পশ্চিমবঙ্গ ও অরুণাচল প্রদেশেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অরুণাচলে তুষারপাত ঘটতে পারে। এসব জায়গা ছাড়াও তামিলনাড়ু ও কেরালায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া এমন চলতে থাকলে এসব এলাকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হতে পারে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত পূর্ব উপকূলীয় (পশ্চিমবঙ্গ-তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ-ওড়িশা) অঞ্চলে হতে পারে। এসব জায়গায় ৬০ কিলোমটার বেগে বাতাস বইতে পারে। আগামী ১৫ মার্চের পর এ অবস্থার উন্নতি হতে পারে। এ সময় জেলেদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top