বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় আওয়ামী লীগ দেশজুড়ে অপকর্ম করছে। এদেরকে চিহ্নিত করে বিতাড়িত করতে হবে।
বুধবার (১২ মার্চ) বিকেলে ঢাকা মহানগরের দক্ষিণ বিএনপির উদ্যোগে শাহজাহানপুর রেলওয়ে অফিসার্স ক্লাবের মাঠে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ধূর্ত কর্মীরাই এখন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলে ঢুকে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় তারা টিকে থাকার চেষ্টা করছে। ছদ্মবেশ ধারণ করে চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। এরা অপকর্ম করে বিএনপির কর্মীদের নামে অপবাদ ছড়াচ্ছে। এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।
মির্জা আব্বাস বলেন, আমার একটা এলাকায় ১০০ কর্মী আছে, এতে দু’জন কর্মী খারাপ, কিন্তু আমার ৯৮ জন কর্মীতো খারাপ না। সুতরাং, দু’জন লোকের জন্য আমার সব কর্মী কালিমা লিপ্ত হবে, এটা হতে দেওয়া যাবে না।
দলের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এই কথা মনে রাখবেন, বিএনপিতে কোনো অপকর্মকারী, দুষ্কৃতিকারী, চাঁদাবাজের জায়গা হবে না। জননিরাপত্তার জন্য হুমকি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।