ভারতের কঠোর সমালোচনা হোয়াইট হাউসের

ভারতের কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস। শুল্ক ইস্যুতে সমালোচনার মুখে পড়েছে দেশটি। এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ভারতের উচ্চ শুল্ক হারের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, মার্কিন অ্যালকোহলের ওপর ভারত ১৫০ শতাংশ শুল্ক নেয়। এটি মোটেও সহায়ক নয়।

বুধবার (১২ মার্চ) বার্তাসংস্থা এএনআইয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিকস টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর বিভিন্ন দেশের আরোপিত শুল্ক নিয়ে মন্তব্য করার সময় ভারতের প্রসঙ্গ তোলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি এ সময় আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর ভারতের শুল্ক আরোপের ব্ষিয়টি উল্লেখ করেন।

স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পারিক সহযোগিতায় বিশ্বাস করেন। তিনি ভারসাম্যপূর্ণ এবং নায্য বাণিজ্য সম্পর্ক চান।

তিনি বলেন, আমেরিকান অ্যালকোহলের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। আপনারা কি মনে করেন, দেশটিতে এ শুল্কহার কেন্টাকি বোরবনকে (আমেরিকান হুইস্কি) রপ্তানিতে সহায়ক? আমার মনে হয় না। এছাড়া আমাদের কৃষিপণ্যের ওপর ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করে।

এর আগে ভারতীয় শুল্ক নিয়ে লাগাতার নেতিবাচক মন্তব্য ছাড়াও বিভিন্ন সময়ে দেশটির সমালোচনা করেন ট্রাম্প। পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ভারত আমদের থেকে ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করে।

সম্প্রতি ট্রাম্প জানান, আমেরিকার দাবি মেনে শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত। তবে ভারতের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের সংসদীয় প্যানেল জানিয়েছে, আমেরিকাকে শুল্কত কমানোর বিষয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top