ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ, যা আলোচনা হলো

ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় নানা বিষয়ে আলোচনা করেছেন তারা। পারস্পারিক সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন এ বৈশ্বিক দুই নেতা।

সোমবার ( ২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে মোদি ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানান। এ ছাড়া দিল্লি ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিকভাবে বিশ্বাস এবং বিশ্বস্ত অংশীদারত্বের প্রতি প্রতিশ্রুতির কথাও পুনব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন জানাই। আমরা পারস্পরিক বিশ্বাস এবং বিশ্বস্ত অংশীদারত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব।

এর আগে গত সপ্তাহে রার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ফেব্রুয়ারিতে দুই দেশের কূটনীতিকরা ওয়াশিংটনে মোদি ও ট্রাম্পের মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।

চীনকে ঠেকাতে ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার। নয়াদিল্লি ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। এ ছাড়া নাগরিকদের মার্কিন ভিসা পাওয়ার বিষয়টি সহজ করতে চায় তারা। ব্ঠৈক হলে এ সব বিষয়ে সেখানে প্রাধান্য পেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top