আরব সাগরে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া-ইরান, আসছে চীন

আরব সাগরে ইরানের যুদ্ধজাহাজের সঙ্গে দেখা গেছে রাশিয়ার যুদ্ধজাহাজকেও। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে উভয় দেশের যুদ্ধজাহাজগুলো যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়। সপ্তম যৌথ মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ ২০২৫ শিরোনামে এই মহড়ায় অংশ নেবে চীনও। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার করভেট আলদার সাইদেনঝাপোভ ও ইরানের ফাস্ট অ্যাটাক ক্রাফট নেইজেহ পি-২৩৫-কে কোনারাক সামরিক ঘাঁটির দিকে যেতে দেখা যায়। পরে রাশিয়ার নাবিকরা একটি সংবাদ সম্মেলনে অংশ নেন।

সংবাদ সম্মেলনে রুশ ক্যাপ্টেন আলেকসেই আন্তসিফিরভ বলেন, সাগরে যদি হুমকি পাই, তা মোকাবিলায় সহযোগিতা প্রতিষ্ঠায় ইরান ও চীনের সঙ্গে এই মহড়ায় অংশ নিতে এসেছি। চীন, ইরান ও রাশিয়ার মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, এটা এই অঞ্চলের সবাইকে সাহায্য করতে পারে।

সামরিক এই মহড়ায় নিজেদের টাইপ ওফাইভটুডি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বাওতৌ এবং সাপ্লাই শিপ গাওইউহো অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে বেইজিং। বহুজাতিক এই মহড়ায় আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্থান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা পর্যবেক্ষক হিসেবে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top