ইরানকে ভয়ংকর যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

নিজেদের বহর সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ-বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করতে চলেছে। এজন্য তারা রাশিয়ার তৈরি সুখোই-৩৫ যুদ্ধবিমান কিনছে।

সোমবার (২৭ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধবিমান কেনার কথা নিশ্চিত করেছেন। তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে এমন খবর সামনে এসেছে।

আইআরজিসির শীর্ষ কমান্ডার বিষয়টি নিশ্চিত করলেও তার সংখ্যা তিনি নিশ্চিত করেননি। এমনকি এসব বিমান ইরানে পৌঁছেছে কিনা সেটিও তিনি নিশ্চিত করেননি।

তাম-ওল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কোঅর্ডিনেটর আলী শাদমানি বলেন, আমাদের যখনই প্রয়োজন হয়, আমরা বিমান, স্থল এবং নৌ বাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সরঞ্জাম কিনে থাকি। সামরিক সরঞ্জামের উৎপাদনও ত্বরান্বিত হয়েছে বলে জানান তিনি।

ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি শত্রুরা বোকামি করে, তাহলে তারা আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতের তিক্ত স্বাদ পাবে এবং অধিকৃত অঞ্চলে তাদের কোনো স্বার্থই নিরাপদ থাকবে না।

এর আগে ২০২৩ সালে রুশ যুদ্ধবিমান কেনার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে বলে বার্তাসংস্থা তাসনিমকে জানিয়েছিল ইরান। এছাড়া গত ১৭ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে রাশিয়া পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট। মস্কোতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

দুই দেশের প্রেসিডেন্টের এ বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে অন্যতম হলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং দক্ষিণ ককেশাসে সাম্প্রতিক উন্নয়ন ইস্যু।

রয়টার্স জানিয়েছে, এ বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিকস এবং মানবিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও বৈঠকে আলোচনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top