এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাস্তবধর্মী সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগামীর সম্ভাবনা নষ্ট হতে পারে এমন পরিস্থিতি যেন না হয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু নির্বাচন ও সংস্কারের দিকে গুরুত্ব দিলে হবে না, পাশাপাশি জনগণের কথা চিন্তা করে দেশে বাস্তবমুখী বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে হবে।
মঙ্গলবার (১১ মার্চ) গুলশানে এনডিএমের ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের নানা অসঙ্গতি তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচন ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কারের থেকেও গুরুত্বপূর্ণ সংস্কার হলো দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিকদের ন্যায্যমূল্য এবং পরিবেশ দূষনরোধ করার পরিকল্পনা।
এসময় তারেক রহমান রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করতে গিয়ে যেন আগামীর সম্ভাবনা নষ্ট না করে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান।
এসময় কৃষি উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির উপরও গুরুত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দের সম্মানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম রাজধানীর স্যুটিং ক্লাবে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।