টানা তিন জয়ে প্লে-অফের পথে রাজশাহী

আসর থেকে আগেই ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। তাই আজকের ম্যাচটা তাদের জন্য ছিল কেবল নিয়ম রক্ষার লড়াই। তবে দুর্বার রাজশাহীর জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাদের জন্য এটি ছিল না হারার ম্যাচ। সেই ম্যাচেই দুর্বার রাজশাহী নেমে দুই বিদেশি তারকা রায়ান বার্ল ও আকবর আলির দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।

এই জয়ে তাসকিন আহমেদের নেতৃত্বাধীন রাজশাহী দল টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে প্লে-অফের আরও কাছে চলে গেল। সিলেটের ১১৭ রানের তুচ্ছ লক্ষ্য তাড়া করতে গিয়ে কিছুটা বিপদে পড়লেও রায়ান বার্ল ও আকবর আলির সঙ্গীতা রাজশাহীকে জয় এনে দেয়।

প্রথমে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস শুরুতেই চাপে পড়ে। মাত্র ১৯ রানের মধ্যে তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। মেহরোব ও মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত বোলিংয়ে বিপর্যয়ে পড়ে সিলেট। সর্বোচ্চ ২৫ রান আসে আহসান ভাট্টির ব্যাট থেকে। শেষ দিকে সুমন খানের ১১ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে দলীয় সংগ্রহ ১১৭ রানে পৌঁছে। মেহরোব ৪ উইকেট ও মৃত্যুঞ্জয় ৩ উইকেট নিয়ে রাজশাহীর বোলিং আক্রমণকে ধারালো করেন।

১১৮ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। ২২ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে সেখান থেকে দলের হাল ধরেন আকবর আলি ও রায়ান বার্ল। আকবর ৩৮ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন, অন্যদিকে বার্ল ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সিলেটের পক্ষে তানজিম হাসান সাকিব ও জন-রাস জ্যাগেসার ২টি করে উইকেট শিকার করেন।

এই জয়ে দুর্বার রাজশাহী ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে গেল। তবে প্লে-অফের জন্য এখনও তাঁকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ১১৭/৯ (আহসান ভাট্টি ২৫, মেহরোব ৪/১৫, মৃত্যুঞ্জয় ৩/৩৩)

দুর্বার রাজশাহী: ১২১/৫ (রায়ান বার্ল ৪৮*, আকবর আলি ৪৩, সাকিব ২/১৭, জ্যাগেসার ২/৩৪)

ফল: দুর্বার রাজশাহী ৫ উইকেটে জয়ী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top