কোহলির ১ রানে আউট হওয়ায় কিশোরীর মৃত্যু, আসল সত্য কি?

ভারতের উত্তরপ্রদেশের দিওরিয়ায় রোববার এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। ১৪ বছর বয়সী প্রিয়াংশী পাণ্ডে টিভির সামনে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখছিলেন। খেলা চলাকালীন হঠাৎ অচেতন হয়ে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

প্রিয়াংশীর মৃত্যুর পর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে বিরাট কোহলির এক রানে আউট হওয়ার ধাক্কায় তিনি শারীরিকভাবে ভেঙে পড়েন, যা তার মৃত্যু ডেকে আনে। তবে তার পরিবারের সদস্যরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

প্রিয়াংশীর বাবা, আইনজীবী অজয় পাণ্ডে জানিয়েছেন, তিনি প্রথম ইনিংস দেখার পর বাজারে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংস শুরু হলে তার মেয়ে পরিবারের সঙ্গে খেলা দেখছিলেন। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। বাড়ির সদস্যরা দ্রুত খবর দিলে তিনি ছুটে আসেন এবং মেয়েকে হাসপাতালে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি।

প্রিয়াংশীর বাবা আরও জানান, তিনি মেয়ের ময়নাতদন্ত করাননি এবং তার মতে, ক্রিকেটের সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক নেই।

প্রতিবেশী অমিত চন্দ্রও এই দাবির পক্ষে কথা বলেন। তিনি জানান, যখন প্রিয়াংশী অসুস্থ হয়ে পড়েন, তখন ভারতীয় দল ভালো অবস্থায় ছিল এবং বিরাট কোহলি তখনো ব্যাটিংয়েও নামেননি। তিনি বলেন, ‘ম্যাচের ধাক্কায় প্রিয়াংশীর মৃত্যু হয়েছে—এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন।’

এই ঘটনার পর দিওরিয়ার স্থানীয় বাসিন্দারা শোকস্তব্ধ। অল্প বয়সী একটি প্রাণ এভাবে অকালে হারিয়ে যাওয়ায় পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মনেও গভীর দুঃখের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top