বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, কোরআনের বিধান প্রতিষ্ঠা হলে বাংলাদেশে শান্তি ফিরে আসবে। সবক্ষেত্রে কোরআনের বিধান প্রতিষ্ঠা হলে দেশে ঘুষ দুর্নীতি অনিয়ম বন্ধ হবে। তাই সংসদসহ সর্বক্ষেত্রে কোরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
রোববার (৯ মার্চ) বিশিষ্ট জনদের সম্মানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)- এর ইফতার মাহফিল এবং রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এফডিইবির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুছ ছাত্তার শাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল আলম খান মিলন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ.কবীর হোসেন, সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন, ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, বিশিষ্ট আইনজীবী এডভোকেট শিশির মনির, ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি প্রকৌ. তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আবদুস সামাদ সরদার, আইডিইবি’র সাবেক সহ-সভাপতি প্রকৌশলী মৃধা নজরুল ইসলাম, এফবিসিসিআই এর জেনারেল বোর্ড মেম্বার শফিকুল ইসলাম শফিক, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌ. আব্দুল বাতেন প্রমুখ।