ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

বিশ্বকাপ ফাইনালে টস ভাগ্য সহায় হলো না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচের আগে উইকেট রিপোর্টে জানা গিয়েছিল, পিচ শুষ্ক হলেও ব্যাটিংয়ের জন্য ভালো, তাই টস জেতা গুরুত্বপূর্ণ হতে পারে।

টস জিতে স্যান্টনার বলেন, ‘আমরা আগে ব্যাট করব এবং বড় সংগ্রহ দাঁড় করানোর চেষ্টা করব। এখানে অনেক ভারতীয় দর্শক আছেন, দারুণ এক ফাইনাল হতে চলেছে। ভারত ভালো দল, কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী।‘

অন্যদিকে, রোহিত শর্মা টস হারলেও হতাশ নন। তিনি বলেন, ‘আমি প্রথমে ব্যাটিং করলেও খুশি থাকতাম, তবে বল করাটা মন্দ না। উইকেট খুব একটা বদলায়নি, আমাদের লক্ষ্য থাকবে তাদের কম রানে আটকে রাখা।’

পিচ বিশ্লেষক আকাশ চোপড়া জানিয়েছেন, এটি ভারত-পাকিস্তান ম্যাচের একই উইকেট। উইকেট শুষ্ক হলেও শক্ত, যা ব্যাটসম্যানদের সহায়তা করবে। স্পিনারদের জন্য খুব বেশি সাহায্য থাকবে না, তবে ম্যাচের পরবর্তী সময়ে উইকেট ক্ষয়ে যেতে পারে। প্রথম ইনিংসে ২৭০ রানের বেশি তুলতে পারলে সুবিধা পাবে ব্যাটিং দল।

দুই দলের একাদশ

নিউজিল্যান্ড:

১. উইল ইয়াং, ২. রাচিন রবীন্দ্র, ৩. কেন উইলিয়ামসন, ৪. ড্যারিল মিচেল, ৫. টম ল্যাথাম (উইকেটকিপার), ৬. গ্লেন ফিলিপস, ৭. মাইকেল ব্রেসওয়েল, ৮. মিচেল স্যান্টনার (অধিনায়ক), ৯. কাইল জেমিসন, ১০. নাথান স্মিথ, ১১. উইল ও’রউর্ক।

ভারত:

১. রোহিত শর্মা (অধিনায়ক), ২. শুভমান গিল, ৩. বিরাট কোহলি, ৪. শ্রেয়াস আয়ার, ৫. অক্ষর প্যাটেল, ৬. কেএল রাহুল (উইকেটকিপার), ৭. হার্দিক পান্ডিয়া, ৮. রবীন্দ্র জাদেজা, ৯. কুলদীপ যাদব, ১০. মোহাম্মদ শামি, ১১. বরুণ চক্রবর্তী।

বিশেষজ্ঞদের মতে, টস এই ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে। ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারলে নিউজিল্যান্ড ম্যাচে এগিয়ে থাকবে। তবে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণ তাদের আটকে দিতে পারে। দুবাইয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, দেখার অপেক্ষা কে হাসবে শেষ হাসি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top