বৃষ্টি হলে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা কার হাতে উঠবে?

প্রায় এক মাসের উত্তেজনার পর আজ পর্দা নামতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে একটাই শঙ্কা—বৃষ্টি কি কোনো বাধা হয়ে দাঁড়াবে?

যদিও আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দুবাইয়ে বৃষ্টির সম্ভাবনা কম, তবে খেলার স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হলে আইসিসির পরিকল্পনাই বা কী? ফাইনাল ম্যাচ যদি কোনোভাবেই সম্পন্ন না হয়, তাহলে কার হাতে উঠবে শিরোপা?

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে ফের ফাইনালে ভারত। টানা তৃতীয়বার শিরোপার জন্য লড়তে নামছে রোহিত শর্মার দল, লক্ষ্য ট্রফি পুনরুদ্ধার। অন্যদিকে, ২০০০ সালের পর থেকে ট্রফির স্বাদ না পাওয়া নিউজিল্যান্ডের সামনে সুবর্ণ সুযোগ। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে গেলেও ফাইনালে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

বৃষ্টি বাধা হলে কী হবে?

চলতি আসরে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। যদিও দুবাইয়ের কন্ডিশনে বৃষ্টি তেমন প্রভাব ফেলেনি, তবে ফাইনাল বলে কথা! আইসিসি এ নিয়ে বিকল্প পরিকল্পনা আগেই সাজিয়ে রেখেছে।

  • বৃষ্টি বা অন্য কারণে ম্যাচে বিলম্ব হলে অতিরিক্ত দুই ঘণ্টা সংযোজন করা হবে।
  • যদি ম্যাচের এক ইনিংসও শেষ না হয়, তবে ১০ মার্চ রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে, সেদিন যেখানে খেলা শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।
  • কিন্তু যদি দুই দিনেও ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে ভারত ও নিউজিল্যান্ডকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

২০০২ সালে ভারত ও শ্রীলঙ্কার ফাইনালেও একই ঘটনা ঘটেছিল, যেখানে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে ভক্তদের জন্য সুখবর, এমন কোনো বাধা ছাড়াই নির্ধারিত সময়েই মাঠে গড়াবে শিরোপার লড়াই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top