জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার: সালাহউদ্দিন


জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার এক ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিস এক ইফতার মাহফিলের আয়োজন করেছিল।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, এখানে (একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন) কোনো জাতীয় ঐক্য, এ বিষয়ে হয়তো হবে না, একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘রাজনীতিতে আসা আমাদের নতুন বন্ধুরা একটি প্রস্তাব করেছেন। একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়, এ রকম একটি কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু রাজনীতির অভিধানে এ রকম কোনো শব্দ নেই।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদ হচ্ছে মাদার আর গণপরিষদ হচ্ছে নতুন রাষ্ট্রে সংবিধান প্রণয়নের জন্য ফোরাম। যেখানে এ টু জেড সংবিধান সংশোধনের এখতিয়ার জাতীয় সংসদের, সেখানে আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনে সেটাকে নতুন সংবিধান বলতে পারি। কেউ মনে চাইলে এটাকে সেকেন্ড রিপাবলিক বলতে পারেন, আমাদের তো অসুবিধা নেই।’



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top