বাংলাদেশ সফরে দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে, সূচি ঘোষণা

জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা শুরু হবে ২৮ এপ্রিল।

জিম্বাবুয়ে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে টেস্ট খেলেছিল। সেই ম্যাচে স্বাগতিকরা ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। চার বছর পর আবারও লাল বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল।

সফরসূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুই টেস্ট সিরিজের পর ৩ মে দেশে ফিরে যাবে দলটি। তবে সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি।

বাংলাদেশের জন্য এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও টেস্ট ফরম্যাটে নিজেদের উন্নতি করার ভালো সুযোগ। জিম্বাবুয়েও দীর্ঘদিন পর টেস্ট সিরিজ খেলতে নামবে, ফলে দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর ২০২৫ – পূর্ণাঙ্গ সূচি

১৫ এপ্রিল – বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে দল

২০ – ২৪ এপ্রিল – প্রথম টেস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৮ এপ্রিল – ০২ মে – দ্বিতীয় টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

০৩ মে – দেশে ফিরবে জিম্বাবুয়ে দল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top