মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম সম্প্রতি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই উইকেটরক্ষক-ব্যাটারের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাঁকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৮ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে জানান। তিনি বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকে মুশফিক ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ও কৌশলী ক্রিকেটার। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। এরপর একের পর এক অসাধারণ ইনিংস খেলে দেশকে বহু স্মরণীয় জয় এনে দিয়েছেন। বিসিবি মনে করে, এত বছরের পরিশ্রম ও অর্জনের স্বীকৃতি হিসেবে মুশফিকের জন্য একটি বিশেষ আয়োজন করা উচিত।

সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দেখতে পাকিস্তানে গিয়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বিসিবি সভাপতি। সেখানে ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ফারুক জানান, পাকিস্তান দল আগামী জুলাইয়ে এফটিপির বাইরে বাংলাদেশ সফর করতে আগ্রহী, যা দুই দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।

মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার। তিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দেশের হয়ে ১৪ হাজারের বেশি রান করেছেন। নেতৃত্ব, দৃঢ় মানসিকতা ও অসাধারণ ব্যাটিং দক্ষতার কারণে তিনি দেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top