নেতা-কর্মীদের সতর্ক করল গণতান্ত্রিক ছাত্রসংসদ


দেশের সার্বিক পরিস্থিতিকে সুদৃঢ় করতে ক্রিয়াশীল অন্যান্য সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোকেও চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ শনিবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদারের সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ দৃঢ় ও স্পষ্টভাবে বলতে চাই যে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যেকোনো পর্যায়ের নেতাকর্মী যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অস্বচ্ছতা এবং নীতিবহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বিন্দুমাত্র ভাববে না।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা মনে করি, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের চিন্তায় এবং চেতনায় এক নতুন বাংলাদেশের রূপকল্প এসে হাজির হয়েছে। আমরা এক নয়া রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই যেখানে রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত এবং গণমানুষের সেবায় নিয়োজিত। কিন্তু এর মাঝে লক্ষ্য করা যাচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কতিপয় বিপথগামী ব্যক্তি রাজনীতির পুরানা বন্দোবস্ত তথা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে বের হতে পারছেনা। 

বিবৃতিতে আরও বলা হয়, এক্ষেত্রে আমরা যেমন অন্যান্য রাজনৈতিক শক্তিকে এ ব্যাপারে সাবধান করে দিতে চাই তেমনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বর্তমান নেতৃবৃন্দ, সংগঠক ও সদস্যদের কেও এই  ব্যাপারে স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে আমরা আমাদের কমিউনিটিতে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের জায়গা দেবো না এবং যারা এ ধরনের অপকর্ম, নৈতিক স্থলনের সাথে যুক্ত থাকবে তাদেরকে সাংগঠনিকভাবে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি আইনের আওতায় আইনানুগ বিচার প্রক্রিয়ার মাঝে যাতে তারা আসে এ ব্যাপারে রাষ্ট্র এবং সরকারকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সর্বোচ্চ সহায়তা করবে। 

বিবৃতিতে আরও বলা হয়, এর বাইরে ভবিষ্যতেও যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সাথে রাজনৈতিক কিংবা সামাজিকভাবে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করে তাদের মাঝেও যদি এ ধরনের প্রবণতা কিংবা কোনো বিশেষ নিয়ম বহির্ভূত আকাঙ্ক্ষার জন্ম দেয় তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আছি। 

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের প্রতিজ্ঞা এবং আকাঙ্ক্ষা গণমানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে দেশের শিক্ষাঙ্গণ এবং সামাজিক পরিসরে সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির সূচনা করা এবং যারা তাতে বাঁধা প্রদান করবে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা – আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এই ব্যাপারে সর্বদা দেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো এবং এধরনের কর্মকাণ্ডকে আশ্রয়, প্রশ্রয় দেয় তেমন কাউকে রাজনৈতিক সহাবস্থানের সুযোগ করে দেবো না।-



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top