বিমান ভট্টাচার্য্য আর নেই |

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আজীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বিমান ভট্টাচার্য্য আর নেই। শুক্রবার (০৭ মার্চ) দুপুর ১টায় গোপীবাগের নিজ বাসায় তিনি পরলোকগমন করেন।

গত কিছুদিন নানা শারীরিক জটিলতায় ভোগা বিমান ভট্টাচার্য্যের মেয়ে বালি চৌধুরী মৃত্যুর সংবাদ কে নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে রাজধানীতে চিকিৎসা করানো হয়েছে। শুক্রবার দুপুরে বাসায় শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন তিনি।

বিমান ভট্টাচার্য্য ১৯৪১ সালের ৮ জুলাই এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ব্যাংকিং পেশা ছেড়ে সাংবাদিকতায় যুক্ত হন। দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুডমর্নিং পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। বর্ণাঢ্য সাংবাদিকতার ক্যারিয়ারে ঢাকা প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবসহ অসংখ্য সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মহাশ্মশানে লাশ দাহ করা হয়। বিমান ভট্টাচার্য্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিএসপিএ। পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএসপিএর সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top