আইসক্রিমের ভেতর মিলল আস্ত সাপ!

আইসক্রিমের প্রতি দুর্বলতা নেই এমন মানুষ হয়তো কমই খুঁজে পাওয়া যাবে। তবে এবার সামনে এসেছে চমকে যাওয়ার মতো ঘটনা। আইসক্রিমের মধ্যে মিলেছে আস্ত সাপ।

শুক্রবার (০৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসক্রিমের মধ্যে সাপ দেখে আতঙ্কিত না হয়ে ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। ছবিতে আইসক্রিমের সঙ্গে সাপটিকে একেবারে লেপটে থাকতে দেখা যায়।

লোমহর্ষক এ ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। স্থানীয় এক ব্যক্তি আইসক্রিমের প্যাকেট খুলতেই চমকে ওঠেন। পরে তিনি গত ৪ মার্চ ছবিটি ফেসবুকে শেয়ার করেন। পরদিন সন্ধ্যার মধ্যে হাজার হাজার ব্যবহারকারী ছবিটি শেয়ার করেন। রীতিমতো ভাইরাল হয়ে যায় তার এ ছবি।

ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, আইসক্রিমের সঙ্গে কালো-হলুদ রঙের সাপের মাথা বের হয়ে আছে। ক্যাপশনে তিনি লিখেন, ভ্রাম্যমান কার্ট থেকে তিনি এটি ক্রয় করেছিলেন।

পোস্টের কমেন্টে অনেকে হাস্যরসে মজেছেন। কেউ কেউ বলেন, গরম আবহাওয়ায় সাপটি কি আবার বেঁচে উঠবে? কেউ আবার বলেছেন, এটি প্রোটিং বুস্টিং আইসক্রিম। তবে অপ্রত্যাশিত এ ঘটনায় অনেকে আতঙ্ক প্রকাশ করেন।

ধারণা করা হচ্ছে, আইসক্রিমে পাওয়া এ সাপটি গোল্ডেন ট্রি স্নেক। থাই ন্যাশনাল পার্কস ওয়েবসাইটের তথ্যমতে, এ ধরনের সাপ অত্যন্ত বিষাক্ত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে এ সাপের অস্তিত্ব পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top