লন্ডনে জয়শঙ্করের সামনেই পতাকা ছিঁড়লেন ভারতীয়

লন্ডন সফরকালে অনাকাঙিক্ষত ঘটনার সম্মুখীন হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার সামনেই ভারতের পতাকা ছিঁড়লেন এক খালিস্তানপন্থি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন করে ঘটনাটি ঘটান ওই ভারতীয়। জয়শঙ্কর লন্ডনের চ্যাথাম হাউস থেকে একটি পূর্বনির্ধারিত আলোচনা শেষে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি গাড়িতে ওঠার সময় ওই ব্যক্তি ভারতের পতাকা নিয়ে দৌড়ে আসেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা ওই ব্যক্তির মনোভাব নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েন। এ সুযোগে তিনি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গাড়ির সামনে গিয়ে ভারতের পতাকা মাঝ বরাবর ছিঁড়ে ফেলেন। তৎক্ষণাৎ পুলিশ অফিসাররা তাকে মন্ত্রীর গাড়ির সামনে থেকে সরিয়ে নেন।

এ সময় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থান করে খালিস্তানপন্থি বিক্ষোভকারীরা স্বাধীন খালিস্তানের পক্ষে স্লোগান দিতে থাকেন। পরে আরও পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের শেয়ার করা পৃথক ভিডিওতে দেখা গেছে, খালিস্তানপন্থিদের দল চ্যাথাম হাউসে বিক্ষোভ করছেন। তারা তাদের নিজস্ব পতাকা উত্তোলন করে স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের বেশ ক্ষুব্ধ দেখা গেছে।

এদিকে ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এস জয়শঙ্করের যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তাতে পতাকা ছেঁড়া ব্যক্তিকে ‘চরমপন্থি’ হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, নিরাপত্তা ব্যারিকেড ভেঙে মন্ত্রীর কনভয়ের সামনে ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এই ঘটনাটি ভিডিওতে ধারণ করা এবং অনলাইনে ভাইরাল করাকে সন্দেহের চোখে দেখছে তারা।

মন্ত্রণালয় বলেছে, চরমপন্থি গোষ্ঠীর কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা মন্ত্রীর যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থিদের এই ক্ষুদ্র গোষ্ঠীর উসকানিমূলক কার্যকলাপের নিন্দা জানাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top