মুশফিকের অবসরে আবেগতাড়িত মাশরাফী |

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম শেষ করেছেন তার ক্রিকেট ক্যারিয়ারের ওয়ানডে অধ্যায়। টি-টোয়েন্টির পর এবার ৫০ ওভারের ক্রিকেট থেকেও বিদায় জানিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তার এই বিদায়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফ বিন মোর্ত্তজা এ ঘোষণায় আবেগপ্রবণ হয়ে স্মৃতির পাতায় ফিরে গেছেন, যেখানে রয়েছে দুজনের একসঙ্গে মাঠ কাঁপানোর অসংখ্য মুহূর্ত।

চ্যাম্পিয়নস ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্স ও সমালোচনার মধ্যে হুট করেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন মুশফিক। তার এই সিদ্ধান্তে ক্রিকেটাঙ্গনে নেমেছে আবেগের স্রোত। সতীর্থ, ভক্ত, বিশ্লেষক—সবাই তার দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসায় মেতেছেন। তবে সবচেয়ে আবেগী প্রতিক্রিয়া এসেছে মাশরাফীর কাছ থেকে। দীর্ঘদিন একসঙ্গে খেলা এই দুই তারকার সম্পর্কের গভীরতা ফুটে উঠেছে ম্যাশের হৃদয়স্পর্শী বার্তায়।



বাংলাদেশের হয়ে ২১২ ওয়ানডে একসঙ্গে খেলেছেন মুশফিক-মাশরাফি। একজনের নেতৃত্বে অন্যজন খেলেছেন বহু ম্যাচ। তাই স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের এই সতীর্থের অবসরে আবেগাপ্লুত ম্যাশ লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় একলহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের পথচলা, মাঠের ভেতরে-বাইরে কত শত স্মৃতি!’

মুশফিকের নিবেদন ও কঠোর পরিশ্রমের কথা স্মরণ করে মাশরাফী লিখেছেন, ‘তোমার রেকর্ডই বলে দেবে তুমি কতটা বড় খেলোয়াড়। কিন্তু পরিসংখ্যানে ধরা পড়বে না তোমার অধ্যবসায়, ত্যাগ আর ঘামের গল্প। তোমার প্রতিজ্ঞা ও পরিশ্রম বাংলাদেশের ক্রিকেটে অনুকরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।’

ওয়ানডের বিদায় নিলেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন মুশফিক। দেশের হয়ে ১০০ টেস্ট খেলা থেকে মাত্র ছয় ম্যাচ দূরে এই অভিজ্ঞ ব্যাটার। তার বাকি ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়ে মাশরাফি লিখেছেন, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু আরও রঙিন হবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণ আরও সমৃদ্ধ হবে।’

একটা অধ্যায়ের সমাপ্তি মানেই শেষ নয়, বরং নতুন শুরুর বার্তা। মুশফিক হয়তো আর ৫০ ওভারের ক্রিকেটে দেখা যাবে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তাঁর নাম থেকে যাবে সোনার হরফে লেখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top