বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
মঙ্গলবার (৪ মার্চ) যুক্তরাজ্যের বার্মিংহামে ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন।
ইফতারের আগে আলোচনায় তিনি বলেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ বির্নিমানে জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে হবে আগামীর বাংলাদেশ। চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানান এ জেড এম জাহিদ হোসেন।
যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে এবং আবজার হোসেন ও আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।