পুতিনের সঙ্গে বৈঠকে কী উপহার দিলেন মিয়ানমারের জান্তাপ্রধান

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লেইং। এ সময় রুশ প্রেসিডেন্ট তাকে উপহারের জন্য ধন্যবাদ জানান।

মঙ্গলবার (০৪ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমার এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে। কিছুদিন আগে মস্কোর কাছ থেকে ৬টি যুদ্ধবিমান কিনেছে নেইপিডো। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাতি উপহার দিলেন দেশটির জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ জান্তাপ্রধানের হাতি উপহার দেওয়াকে রাশিয়া ও মিয়ানমারের মধ্যকার হাতি কূটনীতির অংশ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার মস্কো সফরে যান মিয়ানমারের জান্তাপ্রধান। সেখানে প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি মিয়ানমারে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনসংক্রান্ত চুক্তিতেও স্বাক্ষর করেন জেনারেল হ্লেইং। রাশিয়ার রাষ্ট্রায়ত্ব পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে নির্মিত হবে এই কেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনক্ষমতা হবে ১০০ মেগাওয়াটে এবং নির্মাণ হওয়ার পর কেন্দ্রটি পরিচালনার দায়িত্বেও থাকবে রোসাটম।

২০০০ সালে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল রাশিয়া এবং মিয়ানমারের মধ্যে। জেনারেল মিন অং হ্লেইংয়ের সঙ্গে বৈঠকে সেই চুক্তির বিষয়টি টেনে পুতিন বলেন, চলতি বছর এ বন্ধুত্বের ভিত্তির ২৫তম বার্ষিকী পালন করা হবে। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ।

উপহারের জন্য কৃতজ্ঞতা জানিয়ে পুতিন বলেন, এই বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। হাতিগুলোকে ইতোমধ্যে মস্কোর চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top