পুতিনকে কী উপহার দিলেন মিয়ানমারের জান্তা প্রধান?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। মঙ্গলবার পুতিনের এক ধন্যবাদ বার্তা থেকে বিষয়টি জানা যায়। খবর রয়টার্সের।

পুতিন মিয়ানমারকে মিত্র হিসেবে উল্লেখ করেন এবং জান্তা প্রধানের সঙ্গে রাশিয়ার আলোচনায় সম্পর্ক সম্প্রসারণে ঐক্যমত্যের প্রশংসা করেন। একই বার্তায় মস্কোকে ছয়টি হাতি উপহার দেওয়ার জন্য জান্তা প্রধানকে ধন্যবাদ জানান।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) রাশিয়ার মস্কোতে মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়। সে সময় দুই নেতা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংকে পুতিন বলেন, এই বছর আমরা আমাদের দেশের মধ্যে বন্ধুত্বের ভিত্তির উপর ঘোষণাপত্র স্বাক্ষরের ২৫তম বার্ষিকী উদযাপন করছি। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক প্রকৃতপক্ষে ক্রমশ বিকশিত হচ্ছে। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য ৪০% বৃদ্ধি পেয়েছে।

এদিকে সামরিক বিশ্লেষকরা এই উপহারকে ‘হাতি কূটনীতির’ অংশ বলে অভিহিত করেছেন। কারণ, কিছু দিন আগে রাশিয়ার কাছ থেকে মিয়ানমার ছয়টি যুদ্ধবিমান কিনে। মস্কো সেসব সহজ শর্তে মিয়ানমারে সরবরাহের পর পুতিনের জন্য উপহার গেল।

২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেত্রী অং সান সু চির প্রশাসনকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার অস্থিরতার মধ্যে রয়েছে। সেখানে জান্তা সরকারের সঙ্গে গৃহযুদ্ধে লিপ্ত বেশ কয়েকটি গোষ্ঠী। বর্তমানে রাজনীতির বাইরে গিয়ে সেসব গোষ্ঠী জাতিগত মুক্তির লড়াইয়ের ঘোষণা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top