ভোলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

ভোলায় পু‌লি‌শের ওপর হামলা চা‌লি‌য়ে মো. আকবর হো‌সেন না‌মে এক আসামিকে ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে তার প‌রিবারের সদস্যরা। এ সময় তাদের হামলায় ঘটনায় মো. কামরুল ইসলাম না‌মে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার দি‌কে বোরহানউদ্দিন উপ‌জেলার কা‌চিয়া ইউনিয়‌নের কা‌লিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে। আহত এএসআইকে ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দি‌কে বোরহানউদ্দিন থানার এএসআই কামরুল ইসলামসহ ক‌য়েকজন পু‌লিশ সদস্য কা‌লিরহাট বাজার সংলগ্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ইয়াবাসহ মো. আকবর হো‌সেন না‌মে একজনকে আটক ক‌রে। এরপর তাকে থানায় নি‌য়ে আসার সময় তার প‌রিবা‌রের সদস্যরা পু‌লি‌শের ওপর হামলা চা‌লায়। একপর্যায়ে হাতকড়াসহ আটক আকবরকে ছিনিয়ে নেয় তারা।

ভোলা পু‌লিশ সুপার মো: শরীফুল হক জানান, আটক হওয়া আকবরকে গ্রেফতা‌রে অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top