এইচআইভি পরীক্ষায় নতুন পদ্ধতি আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

এইচআইভি পরীক্ষায় নতুন পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, নতুন পদ্ধতিতে কম সময়ে ও কম খরচে নির্ভুলভাবে এইচআইভি শনাক্ত করা যাবে।

মঙ্গলবার (০৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স’ জার্নালেও এ গবেষণার বিষয়টি প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার একদল বিজ্ঞানীর দাবি, তারা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন, যা দিয়ে কম সময়ে ও কম খরচে নির্ভুলভাবে এইচআইভি চিহ্নিত করা যাবে।
এত দিন প্লাজমা স্পট কার্ডে রক্তের ফোঁটা দিয়ে পরীক্ষা করা হতো। এবার বিজ্ঞানীরা প্লাজমা পেপার কার্ড নামে নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন দক্ষিণ আফ্রিকার টাফ্‌টস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানান, আগে স্পট কার্ডে রক্ত নিয়ে সঙ্গে সঙ্গেই পরীক্ষা করতে হতো। এজন্য রোগীকে বারবার ক্লিনিকে আসতে হতো। কিন্তু প্লাজমা পেপার কার্ডে রক্ত অনেকদিন সংরক্ষণ করা যাবে। চিকিৎসকেরা সময় নিয়ে নিখুঁতভাবে পরীক্ষা করতে পারবেন। এছাড়া এতে অনেক কম সময়ে পরীক্ষা করা সম্ভব হবে।

তারা জানান, ভাইরাসের মিউটেশন বা রাসায়নিক বদল হচ্ছে কি না, এমনকি শরীরে এটি কতটা ভয়ংকর রূপ নিচ্ছে তাও এ পরীক্ষায় জানা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top