‘অর্থায়নের অভিযোগ ইস্যু ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না’

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার আমেরিকার অর্থায়নের অভিযোগ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের দুই ব্যক্তি নয় বরং আমেরিকার একটি প্রতিষ্ঠান এ অর্থ পায়। পরে তারা গণতন্ত্র উন্নয়নে এ দেশের কয়েকটি এনজিওর সঙ্গে যৌথভাবে কাজ করে। বৈধ চ্যানেলে প্রক্রিয়া মেনেই এ অর্থ বাংলাদেশের কয়েকটি এনজিওতে এসেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা ভিত্তিহীন। ফলে বিষয়টি নিয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করার মতো বাড়াবাড়ি করতে চায় না ঢাকা।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকল্পটি নিয়ে চীনের সঙ্গে কয়েকটি সমঝোতা চুক্তি হলেও কোনো কিছু চূড়ান্ত হয়নি। কাজের জন্য ভারতের সঙ্গে ঢাকা একটি ভালো সম্পর্ক চায়। এ সময় ভিসার বিষয়টি ভারত সরকারের এখতিয়ার বলেও জানান এ উপদেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top